রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫ - ২১:২৬
ইসলামী হাওজাগুলোর নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন

১৪০৪-১৪০৫ শিক্ষাবর্ষের ইসলামী সেমিনারিগুলোর উদ্বোধনী অনুষ্ঠান আয়াতুল্লাহ সুবহানী ও আয়াতুল্লাহ আ'রাফির বক্তব্যের মাধ্যমে কোমের ফাইযিয়া মাদ্রাসায় শুরু হয়েছে।

হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, আজ রবিবার ১৬ শহারিভর সকাল ৯টা ৩০ মিনিটে কোমের ফাইযিয়া মাদ্রাসায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আলেম ও বিশিষ্ট ব্যক্তিত্ব, জামে মুদাররেসিন (শিক্ষক সমাজ) ও হাওজার উচ্চ পরিষদের সদস্যবৃন্দ, নারাজে-এ-তাকলিদের দপ্তরের প্রতিনিধি, হাওজার প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান কর্মসূচি ছিল আয়াতুল্লাহ সুবহানীর বিশেষ বক্তব্য এবং ইসলামী হাওজাগুলোর পরিচালক আয়াতুল্লাহ আ'রাফির বক্তব্য।

এছাড়াও হুজ্জাতুল ইসলাম ও মুসলিমীন আবুলকাসেম মকিমি হাজি, ইসলামী হাওজাগুলোর শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, শিক্ষাক্ষেত্রে সংস্কারমূলক পরিকল্পনা ও কার্যক্রমের একটি প্রতিবেদন উপস্থাপন করবেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha